Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রুকসের মৃত্যু স্পষ্ট হত্যাকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০১ এএম

পুলিশি নিপীড়নে আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে গোটা বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটে। শুক্রবার আটলান্টায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বন্দুকের গুলি পেছন থেকে লাগলে মারা যান রেশার্ড ব্রুকস। তার মৃত্যুকে রবিবার হত্যাকান্ড ঘোষণা করেছে ফুল্টন কাউন্টি মেডিক্যাল এক্সামিনার’স অফিস। গত ২৫ মে মিনিয়াপোলিস পুলিশের নিপীড়নে মারা যান ফ্লয়েড। ওই ঘটনায় কৃষ্ণাঙ্গের বিরুদ্ধে পুলিশের বর্বরতা নতুন করে উঠে আসে। ক্ষোভে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। শুক্রবার ব্রুকসের মৃত্যু সেই বিক্ষোভ আরও তীব্র করে। রবিবার ময়নাতদন্ত শেষে মেডিক্যাল এক্সামিনার জানান, ২৭ বছর বয়সী ব্রুকসের মৃত্যু হয়েছে দুটি গুলির আগে অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ কার্যকারিতা হারানোয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই বিবৃতির বরাতে জানায়, ব্রুকসের মৃত্যু ছিল স্পষ্ট হত্যাকান্ড। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রুকস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ