Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধা মাকে খাট ধরে টেনে ব্যাংকে মেয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০১ এএম

পেনশনের টাকা তুলতে ১২০ বছর বয়সী মাকে খাটিয়া সমেত টেনে ব্যাংকে হাজির করলেন তার ৬০ বছর বয়সী মেয়ে। এমন মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার নুয়াপাড়া জেলার খাড়িয়ার ব্লকের অধীন বরগাঁও গ্রামে। স্যোশাল মিডিয়ার কারণে ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। গ্রামবাসীরা জানিয়েছেন, গত ১০ জুন বরগাঁও গ্রামের বাসিন্দা গুঞ্জা দেই সিকা তার শতবর্ষ বয়সী অতিবৃদ্ধ শয্যাশায়ী মা লাভে বাঘেলকে খাটিয়ায় শুইয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে সেই খাট টানতে টানতে স্থানীয় উৎকল গ্রামীণ ব্যাংকে যান। সেখানে মাসিক পেনশন বাবদ ১৫০০ রুপি তুলতে যান মা ও মেয়ে। অভিযোগ, ৯ জুন সকালে ব্যাংকে গেলে গুঞ্জা দেইকে উৎকল ব্যাংকের ম্যানেজার অজিত প্রধান জানান, অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য মালিককে স্ব শরীরে ব্যাংকে হাজির হতে হবে, না হলে পেনশনের অর্থ দেওয়া যাবে না। ফলে নিরুপায় হয়েই পরদিন শয্যাশায়ী মাকে খাটিয়াতে শুইয়েই সেই খাটিয়া টানতে টানতে ৪০০ মিটার দূরে ব্যাংকে হাজির হন মেয়ে। কারণ বৃদ্ধা মাকে ব্যাংকে নিয়ে যাওয়ার আর কোন পথ খোলা ছিল না গুঞ্জা দেইয়ের। এরপর ম্যানেজার তাদের হাতে পেনশনের অর্থ দেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে ওই অতিবৃদ্ধার বয়স সম্পর্কে তাদের কাছে ধারনা ছিল না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকে-মেয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ