বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১৫ জুন সোমবার পুলিশসহ ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১৩ জুনে পাঠানো নমুনায় ৯ জন পুরুষ আক্রান্ত হয়। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ৫১, ২৩ ও ২২ বছরের কনষ্টেবল এবং বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদীতে ২৮ বছর, বয়রাগাদীতে ৫৮ ও ২৬ বছর, কোলা ইউনিয়নের ছাতিয়ানতলীতে ২৫ বছর, নিমতলাতে ৪০ বছর ও পাউলদিয়াতে ৩৬ বছরের পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । অন্যদিকে সুস্থ হয়েছেন ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের ৪৪ বছরের স্বপন, ৫০ বছরের মায়ারানি, ২৮ বছরের হৃদয় ২৮, বছরের তৃষা। তাছাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডা. মুনমুন ৩৪, শিল্পী রানী ৪৩ ও পল্লী বিদ্যুতের মিলু উদ্দিন। উপজেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ৭৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।