Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর দূর্গাপুরে ঢাকা ফেরত একজন করোনা আক্রান্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:৫৫ পিএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলা কিসমত গণকৈড় গ্রামের আব্দুল গফুরের ছেলে লিটন প্রামাণিক (৩০) ঢাকা ফেরত এক চা বিক্রেতার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।
জানা গেছে, গত ৬ জুন ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন লিটন প্রামাণিক। পরে গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন ৭ জুন লিটন প্রামাণিকের নমুনা সংগ্রহ করে। এরপর সংগৃহীত নমূনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে ঢাকা শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের ল্যাবে পরীক্ষা করানো হয়। ১৪ জুন লিটন প্রামাণিকের করোনা পজিটিভ এসেছে বলে সেখান থেকে রাজশাহীর সিভিল সার্জনের কাছে জানানো হয় ।
এর আগে এই উপজেলায় চারজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ