বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, পুরাতন সাতক্ষীরার মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের ঠাকুর চরণের ছেলে রাধাকান্ত চরণ (৭৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে শাহাবুদ্দিন ও সোমবার সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। ভর্তির দিনেই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তিনি আরো জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন থেকেই তাদের লাশ দাফন করা হবে।
এদিকে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ সকাল পর্যন্ত মোট ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।