Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরস্কে ৫.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ২:২৫ পিএম

তুরস্কের পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশে গতকাল রোববার (১৪ জুন) ৫.৭ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এতে নিহত হয়েছে একজন আর আহত ১৮ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
প্রদেশের গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কার্লিওভা গ্রামে একটি পর্যবেক্ষণ টাওয়ার ভেঙ্গে পড়ে। এতে এক নিরাপত্তা গার্ড চাপা পড়ে মারা যান এবং আরেক গার্ডকে জীবিত উদ্ধার করা হয়। ভূমিকম্পের পর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এবং স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত তুরস্ক। গত জানুয়ারি মাসে দেশটির পূর্বাঞ্চলীয় ইলাজিংয়ে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ