Inqilab Logo

রবিবার , ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ যিলক্বদ ১৪৪৪ হিজরী

তার শূন্যতা পূরণ হওয়ার নয়: মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ২:০২ পিএম

কামরানের লাশ নিতে এগিয়ে নিয়ে এলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের লালাবাজার থেকে তিনি লাশ সঙ্গে করে নিয়ে নগরীর ছড়ারপাড়স্থ বাসায় ফেরেন।

তার আগে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। কামরানের মৃত্যুতে শোকাহত আরিফ। ছড়ারপাড়স্থ বাসায় গিয়ে তিনি কেঁদে ফেলেন।

রাজনৈতিক প্রতিপক্ষ হলে কামরান ও আরিফের মধ্যে পারস্পরিক সর্ম্পক ছিলো চমৎকার। আরিফ বলেন- যখনই যে পরামর্শ চেয়েছি পেয়েছি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ