আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের লাশ সিলেটের পথে রয়েছে। নগরের মানিকপীর টিলায় সিটি করপোরেশনের মালিকানাধীন গোরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। তবে সিলেটে লাশ আসার পর তার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।
সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা। লাশের সঙ্গে রয়েছেন নিহতের ছোট ভাই এনাম উদ্দিন আহমদ ও বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সযোগে বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ প্রথমে নগরের ছড়ারপারের বাসায় আনা হবে। সিলেটে লাশ নিয়ে আসার পর তার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।