পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাহাজের এক নাবিক অসুস্থ হয়ে রাতভর নগরীর সবকটি হাসপাতালে ঘুরলেও কোথাও ঠাঁই হয়নি তার। অবশেষে গতকাল রোববার সীতাকুন্ডের ফিল্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বুকে ব্যথা থাকায় করোনা সন্দেহে হাসপাতালগুলো সিট খালি নেই উল্লেখ করে তাকে ফিরিয়ে দিয়েছিল বলেও সংশ্লিষ্ট শিপিং এজেন্সী সূত্র জানিয়েছে। ইন এইচ টুট (৫৫) নামে মিয়ানমারের নাগরিক এই নাবিক মার্স্ক বাংলাদেশ নামের একটি শিপিং প্রতিষ্ঠানের মার্স্ক বিন টুলু নামে জাহাজে কর্মরত। শনিবার রাতে হঠাৎ হার্ট অ্যাটাক হলে চট্টগ্রাম বন্দরের ১৩ নং জেটি থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে নগরীর আরও কয়েকটি হাসপাতালেও তার ঠাঁই মিলেনি। অবশেষে ফিল্ড হাসপাতালের পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে সেখানে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালোর দিকে বলে জানান বিদ্যুৎ বড়ুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।