পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পড়া বোট থেকে ১৮ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনী জাহাজ তিতাস আটকে পড়া ‘এফ ভি মদিনা’ নামের বোট থেকে তাদের উদ্ধার করে।
আইএসপিআর জানায়, বোটটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের মাতারবাড়ির উদ্দেশে রওনা করে। পথে বৈরী আবহাওয়ার কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পরে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ক্রুদেরকে উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত ক্রুদের জরুরি প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। উদ্ধারকৃতরা হলেন- আবদুল মান্নান (ম্যানেজার), মো. সিদ্দিক মাঝি, জামাল উদ্দিন, আলাতাফ হোসেন, আবদুর রহিম, মো. লেডু, তালাল আহম্মেদ, রেজাউল করিম, সৈয়দ মিয়া, জমির উদ্দিন, জানু মিয়া, মো. তারেক, আবদুল মালেক, মো. বাদশা, মো. এনাম, মো. সেলিম, কোরবান আলী এবং ওয়াজ উদ্দিন। সবাই মাতারবাড়ি এলাকার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।