Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে নতুন করে আরো তিন জনের করোনা শনাক্ত

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৮:৩৮ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নতুন করে আরো তিন জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রবিবার দিনাজপুর এম. এ. রহিম মেডিক্যাল কলেজ থেকে থেকে ওই করোনা পজিটিভ শনাক্তের ফলাফল নীলফামারী সিভিল সার্জন দপ্তরে আসে। পরে তা সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ নিয়ে সৈয়দপুর উপজেলা সর্বমোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৪-এ। গতকাল করোনা পজিটিভ ফলাফল এসেছে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার এক কর্মচারী (৩৬), সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের এক উপ-পরিদর্শকের পরিবারের এক সদস্যের (২২) এবং উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একজনের (২৪)। এদের মধ্যে প্রথম দুই ব্যক্তির নমুনা গত ৮ জুন এবং শেষের জনের নমুনা গত ১০জন সংগ্রহ করা হয়েছিল।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এর আগে সৈয়দপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ৩১ জন। এদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৩ জন। এছাড়াও ১৮ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, সৈয়দপুর উপজেলা নতুন করে করোনা পজিটিভ শনাক্ত তিন ব্যক্তির করোনা সংক্রমণ শনাক্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এদের মধ্যে বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার কর্মচারীর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়। তাই ওই করোনা সংক্রমন শনাক্ত ওই ব্যক্তিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ আইসোলেশনের নেওয়ার ব্যবস্থা নেবেন। আর করোনা শনাক্ত বাকি দুইজনকে আমার দপ্তর থেকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ