Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান অভিমুখী তুর্কি ট্রেনে বোমা হামলা

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চল থেকে ছেড়ে যাওয়া ইরান-অভিমুখী একটি তুর্কি মালবাহী ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরজুরুম শহরে নিযুক্ত ইরানের কনস্যুলেট জেনারেল হোসেইন কাসেমি জানান, ইরান সীমান্তের ৩০ কিলোমিটার দূরে থাকতে ট্রেনটি বোমা হামলার কবলে পড়ে। তিনি জানান, হামলায় কেউ নিহত হয়নি তবে ট্রেনের দুই তুর্কি নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়েছে। বোমা হামলার জন্য তুরস্কের ভান প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলাদেরকে দায়ী করা হয়েছে। গত বছর থেকে তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় সংঘর্ষ জোরদার হয়েছে। এরপর তুর্কি কর্তৃপক্ষ ওই এলাকা দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল নিষিদ্ধ করেছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান অভিমুখী তুর্কি ট্রেনে বোমা হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ