Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার উদ্বেগজনক বিস্তার: বগুড়ার ৯টি মহল্লাকে রেড জোন ঘোষনা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৪:২৭ পিএম

উদ্বেগজনক ভাবে করোনা ছড়িয়ে পড়ায় বগুড়া শহরের ৯টি মহল্লাকে ‘রেড জোন’ঘোষনা করেছে প্রশাসন।
এলাকাগুলো হলো বগুড়া পৌরসভার চেলোপাড়া, নারুলী,নাটাইপাড়া , জলেশ্বরীতলা,সুত্রাপুর,মালতীনগর,ঠনঠনিয়া,হাড়িপাড়া ও কলোনী ।
রেড জোন ঘোষিত এই এলাকাগুলোতে ,মোবাইল ইন্টারনেট, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা খাত, সংবাদপত্র সহ অত্যাবশ্যকীয় খাত ব্যতিত সব কিছু কঠোরভাবে
বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, ১৩ জুন পর্যন্ত বগুড়ায় ১২৯৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
এপর্যন্ত সুনিদিষ্ট ভাবে ১৪ জন করোনা পজিটিভ রোগীর মৃত্য হয়েছে । হাসপাতাল আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ জন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১টি পিসিআরে
সরকারিভাবে বিনা মুল্যে করোনা টেস্ট করা হচ্ছে ।
অন্যদিকে বেসরকারিভাবে টিএমএসএস মেডিকেলের আরেকটি পিসিআরে ২ টি ক্যাটাগরীতে ৪ হাজার ও ৫ হাজার টাকা ফি নিয়ে করোনা টেস্ট করা হচ্ছে।
তবে প্রতিদিন গড়ে প্রায় ২ সহ¯্রাধিক নমুনা পরীক্ষার জন্য নেওয়া হলেও রিপোর্ট ডেলিভারিতে ৫/৭দিন সময় লেগে যাচ্ছে ।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই আসুস্থ্য হয়ে পড়ছে। এখানেই অনেকে করোনা সংক্রমনের শিকারও হচ্ছেন বলে অভিযোগ রয়েছে ।
ভুক্তভোগীরা দ্রুত এখানে সরকারিভাবে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের জোর দাবি জানিয়েছেন।
এছাড়া পপুলার ডায়গস্টিক সেন্টার ও ইবনে সিনা হাসপাতালেও ১টি করে পিসিআর ল্যাব স্থাপনের জন্যও ভুক্তভোগীরা আবেদন জানিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ