Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোয় বিমান হামলা ৪২ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ওদিকে, দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর আল-আতারে সরকারি বাহিনীর বিমান হামলায় ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার সরকারি একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বাহিনী বিদ্রোহীদের ওপর এ বিমান হামলা চালিয়েছে। স্থানীয় একজন বাসিন্দা আলজাজিরাকে জানিয়েছে, গত সোমবার এক দিনেই ২৭ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সরকারি বাহিনী। সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধের অনেক সময়ই আল-আতারেবে আক্রমণ করা হয়েছে। কিন্তু সেখানকার নাগরিকদের ভাষ্য অনুযায়ী, বেসামরিকের ওপর এবারের হামলাটিই ছিল সবচেয়ে ভয়াবহ। সরকারি বার্তা সংস্থা সানা’র খবরে বলা হয়, সোমবার আলেপ্পো ছাড়াও বিদ্রোহীদের ওপর দিয়ের আজযোর, হামা, হোমস এবং দেরা প্রদেশেও হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাজধানী দামেস্কর উম্মায়াদ স্কয়ারের কাছে প্রধান মিলনায়তন যেখানে বেশ কয়েকটি মহাসড়ক যুক্ত হয়েছে এবং সিরিয়ার প্রধান নিরাপত্তা ব্যবস্থার ঘাঁটির কাছে কাফর সোউসায় এই বিস্ফোরণটি ঘটে। সিরিয়ার সহিংসতা পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে, ইরানি একটি স্কুলের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীরা লড়াই করছে। আর এই জেলায় প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনাবাহিনীর পাশে থেকে লড়াই করা যোদ্ধাদের অনেকের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই যোদ্ধারা মূলত ইরানের সমর্থনপুষ্ট। একটি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, ওই অঞ্চলে ইরানের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের লক্ষ্য করেই তারা হামলাটি চালিয়েছিল। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোয় বিমান হামলা ৪২ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ