বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিদিন কেবল বাড়ছেই সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে মৃত্যুর সারিও। ৪ এপ্রিল বিভাগের মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ী মারা যান প্রথম রোগী হিসেবে। যদিও করোনা শনাক্তের রিপোর্ট এসেছিল ৫ এপ্রিল তার। তারপর শুরু আক্রান্ত ও মৃত্যু যাত্রা। সবশেষ রোববার (১৪ জুন) দুপুর ১২ টা পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্তে মারা গেছেন ৪৮ জন। এরমধ্যে সিলেট ৩৬, মৌলভীবাজারে ৪ সুনামগঞ্জে ৪ ও হবিগঞ্জে ৪ জন মারা গেছেন করোনায় আক্রান্তে । এতে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন। এরমধ্যে সিলেট ৩জন আর হবিগঞ্জের ১জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের ডেইলী পরিস্যখ্যংানে অনুযায়ী এ তথ্য উঠে এসেছে। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দিন দিনই বাড়ছে রোগীর সংখ্যা। সর্বশেষ রোববার (১৪ জুন) দুপুর ১২ টা পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩২০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট ১৩৭২ জন, সুনামগঞ্জে ৫১৮, মৌলভীবাজারে ১৯১ ও হবিগঞ্জে ২৩৯ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। অন্যদিকে বিভাগে সুস্থ রোগীর আশাতীত। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী জয় করেছেন করোনাভাইরাস। এরপর প্রতিদিনই জয়ের সংযোগ হচ্ছে। রোববার (১৪ জুন) দুপুর ১২ টা পর্যন্তবিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন রোগী। এরমধ্যে সিলেট ১৪৮, হবিগঞ্জে ১৫৭, মৌলভীবাজারে ৭৩ ও সুনামগঞ্জে ১১১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।