Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে নয় মাসের শিশু করোনা আক্রান্ত লালন পালন নিয়ে বিপাকে পরিবার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৩:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নয় মাসের শিশু করোনা আক্রান্ত হওয়ায় তার লালন পালন নিয়ে বিপাকে পড়েছে পরিবার।পরীক্ষায় মা-বাবার রিপোর্ট নেগেটিভ আসলেও নয় মাসের ওই শিশুটির রিপোর্ট পজেভিট আসে।তবে শিশুটির শরীরে কোন উপসর্গ নেই বলে জানিয়েছে তার পরিবার।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম শিশুটিসহ ওই পরিবারের তিন জনের শরীরের করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জুন উপজেলার গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা শিশুটির দাদার শরীরের প্রথমে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকায় গত ৭ জুন শিশুটিসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আজ ১৪ জুন রবিবার সকালে নয় মাসের ওই শিশু ছাড়াও শিশুটির বারো বছর বয়সী চাচাতো ভাই এবং চল্লিশ বছর বয়সী চাচীর শরীরে করোনা শনাক্ত আক্রান্তের খবর পায় স্বাস্থ্য বিভাগ।এছাড়া এদিন এই পরিবারের তিনজনসহ এ উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে নয় মাসের শিশুর শরীরে করোনা আক্রান্ত হওয়ায় তাকে কিভাবে কি নিয়মে লালন পালন করতে হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শিশুটির পরিবার। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন, মুখে মাস্ক পড়ে শিশুটিকে লালন পালন করতে পারবেন তা মা। তিনি জানান, সংস্পর্শে নয় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকে।সেজন্য মুখে ভালোমতো মাস্ক পড়ে শিশুটির লালন পালনে তার মাকে পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ