Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে একটি ইউনিয়নের ৭ বাড়ি লকডাউন

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৩:২৩ পিএম

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে রোববার (১৪ জুন) সকালে ৭ বাড়ি লকডাউন করলেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, সাতবাড়ীয়া গ্রামের গন্দুমিয়া বাড়ির সোনালী ব্যাংক কর্মকর্তা মোমিনুর রহমার ঢাকা থেকে আসলে তার মা ও তার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি রোববার সকালে লকডাউন করা হয়। এছাড়াও একই গ্রামের সোনাগাজী বাজারের মুদি দোকানদার শ্যাম্বু সাহা করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি এবং ভাদাদিয়া গ্রামের হাফিজা খাতুন তার পুত্রবধূ নিহার আক্তারসহ পরিবারের ২ জন আক্রান্ত হওয়ায় তাদের বাড়ি, চরএলাহী গ্রামের মোবারক হোসেন ( রবিন) এর বাড়িসহ মোট ৭টি বাড়ি লকডাউন করা হয়।

তিনি আরও জানান, সোনাগাজী উপজেলা প্রশাসনের নির্দেশে বাড়িগুলো লকডাউন করা হয়। করোনা আক্রান্ত ও লকডাউনে অবস্থানরত পরিবারগুলোকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ