মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনে দুর্নীতির দায়ে একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। একটি সামরিক আদালত এ রায় দিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৭৪ বছর বয়সী গুও বক্সিওং তার প্রভাব ব্যবহার করে ঘুষ নিয়ে অন্যদের পদোন্নতি দেন বলে অভিযুক্ত করা হয়। এ ঘটনার দায়ে তার র্যাংক ফিরিয়ে নেয়া হয়েছে এবং তার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় চার বছর আগে ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এর অংশ হিসেবে উচ্চ পর্যায়ের কয়েক ডজন কর্মকর্তাকে কারাগারে আটক রাখা হয়েছে। যাবজ্জীবন দ-প্রাপ্ত গুও ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। এই কমিশন দেশটির সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি পরিচালনার দায়িত্ব পালন করে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।