Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে উদ্বেগজনক করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে

মৃত্যুহার সারা দেশের শীর্ষে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১:২০ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারন করছে। বরিশাল মহানগরীতে গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু সহ ১০ জন আক্রান্ত হয়েছে। বিভাগে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুতে চলেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। তবে দ্বীপজেলা ভোলাতে নতুন করে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতির অবনতি ঘটছে বরগুনা ও পটুয়াখালীতেও। রবিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ভোলাতে ২৬জন, বরগুনাতে ১২ জন ও পটুয়াখালীতে আরো ১০ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। সরকারী হিসেবে এ নিয়ে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫২ বলে জানা গেছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৫ জন সহ এ পর্যন্ত মোট ৩৭৭ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ্য হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। তবে স্বাস্থ্য বিভাগের সুপারিশ মেনে বরিশাল মহানগরী লক ডাউন বা অন্য কোন প্রতিরোধমূলক ব্যবস্থা এখনো অনুপস্থিত। পরিস্থিতি আর কত অবনতি ঘটলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করা হবে তা জানার আগ্রহ ক্রমশ বাড়ছে নগরবাশীর মধ্যে।
বরিশাল মহানগরীর অবস্থা চরম উদ্বেগজনক পর্যায়ে থাকলেও এ নগরীতে নুন্যতম স্বাস্থ্য বিধিও অনুপস্থিত। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুনকরে আক্রান্ত ৫৮ জনের মধ্যে বরিশালেই আক্রান্ত ১০জন। যার ৮জনই এ নগরীতে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৮৭২ জনের মধ্যে মহানগরীতে সংখ্যাটা ৮শ’র কাছাকাছি। নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় কোভিড-১৯ রোগী। পুলিশ বিভাগে সংক্রমন ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে মহানগর ও জেলা পুলিশ সহ বিভিন্ন আইনÑশৃংখলা বাহিনীতে আক্রান্তের সংখ্যা প্রায় ২শর কাছে। শের এ বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ দক্ষিণাঞ্চচলের বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতালের শতাধীক চিকিৎসক ও চিকিৎসা কর্মীও আক্রান্ত হয়েছে ইতোমধ্যে। নতুনকরে বিভিন্ন সরকারী-বেসরকারী বানিজ্যিক ব্যাংক কর্মী আক্রান্ত হতে শুরু করেছেন। বরিশাল মহানগরীর অন্তত ১০টি ব্যাংকের ২৫ জন কর্মী ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার গৌরনদী ও বাকেরগঞ্জেও ৬টি বানিজ্যিক ব্যাংকের কর্মীরা আক্রান্ত হয়েছেন।
রবিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ১,৪৫২ জনের মধ্যে বরিশাল জেলার সংখ্যাই ৮৭২ । মৃত্যু হয়েছে ১২ জনের। ১৬৫ আক্রান্ত ও ১২জনের মৃত্যু নিয়ে পরের অবস্থানই পটুয়াখালীর । ভোলা ও বরগুনায় ১১৬ জন করে আক্রান্তের সাথে দুজন করে মৃত্যু হয়েছে ইতোমধ্যে। পিরোজপুরে আক্রান্তের সংখ্যা ১০২ হলেও মৃত্যু হয়েছে ৩জনের। আর ছোট জেলা ঝালকাঠীতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হলেও মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণাঞ্চল যুড়েই প্রতিদিন করোনা ভাইরাস আক্রন্তের সংখ্যা যেমনি বাড়ছে, তেমনি এঅঞ্চলে মৃত্যু হারও জাতীয় পর্যায়ের চেয়ে আনেক বেশী। কিন্তু এর পরেও কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নেই।
এদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করেনা লক্ষন নিয়ে গত ২৪ ঘন্টায় ৩জনের মৃত্যু সহ এ পর্যন্ত মারা গেছেন মোট ৪০ জন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক চব্বিশ জন রোগী এ ওয়ার্ডে ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন মাত্র ৭জন। রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৪৪ জন। ওয়ার্ডটিতে এপর্যন্ত ভর্তিকৃত ২৫৫ জনের মধ্যে দেড়শ সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। অপরদিকে হাসপাতালটির করেনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ ভর্তি না হলেও সুস্থ্য হয়ে ৩জন বাড়ী ফিরেছে। তবে এখনো রেকর্ড সংখ্যক, ৪৪ জন কোভিড-১৯ রোগী ওয়ার্র্ডটিতে চিকিৎসাধীন। এ পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির করোনা ওয়ার্ডে ভর্তিকৃত ১৪০ জনের মধ্যে ৭২জন ছাড়পত্র পেলেও রেকর্ড সংখ্যক, ১৭জন মারা গেছেন। সমগ্র দক্ষিণাঞ্চলের করেনা সংক্রমিত ও লক্ষন নিয়ে রোগীরাই শের এ বাংলা মেডিেিকল কলেজ হাপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ভর্তি হচ্ছে। তবেসমগ্র দক্ষিণঅঞ্চল যুড়ে করেনা সংক্রমন যেমনি উদ্বেগজনক হারে বাড়ছে,তেমনি মৃত্যু হারও সারা দেশেরর শীর্ষে। বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখে প্রতিকারের দাবী জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা বিশেষজ্ঞগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ