Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে আক্রান্ত ৫ হাজার ছাড়ালো, শনাক্ত আরো ২৬৯

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০৮ পিএম | আপডেট : ১২:৪৪ পিএম, ১৪ জুন, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৫ হাজার ৮৪ জন। চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ৬জন।
রোববার দুপুরে সর্বশেষ করোনা টেস্টের এ ফলাফল জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি ।
গত চব্বিশ ঘণ্টায় ৬ টি ল্যাবে ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২০৮ জন। বাকি ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের বিআইটিআইডিতে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪১ জনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৫ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণ পাওয়া গেছে ১১১ জনের।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে ২ জনের।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে তাদের ৫৬ জনের।

সরকারি হিসাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের।
নতুন করে ৪০ জনসহ সুস্থ হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ