বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বহিরাগত বাদে ২২২ জন কোভিড রোগী শনাক্ত হলো। আজ শনিবার কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা (কুষ্টিয়ার১৮৫টি,মেহেরপুরের ৩টি) সংগ্রহ করে পরীক্ষা করা হয়।কুষ্টিয়ায় সংগ্রহকৃত নমুনার মধ্যে ২০টি নমুনা পজিটিভ আসে।
কুষ্টিয়ার নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, কুমারখালী উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ২জন, ভেড়ামারা উপজেলায় ২জন, খোকসা উপজেলায় ১ জন ও দৌলতপুর উপজেলায় ২জন।
সদরের আক্রান্তদের মধ্যে পুলিশ লাইন,কমলাপুর, মজমপুর, হাউজিং ডি-ব্লক, কালীশংকরপুর, বারখাদা, হাজী গলি, ত্রিমোহনী ও আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।
গতকাল শুক্রবারের ১ জনসহ এ নিয়ে এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ২২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।