মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে কোভিড তথা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে বলে চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লির কেজরিওয়াল সরকারকে তিরস্কার করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্ত‚পের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে, কিন্তু কেউই তাদের সামান্যতম সাহায্য করার জন্য নেই। শুক্রবার এমন অভিযোগের পাশাপাশি দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে, সে বিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব চেয়ে রুল জারি করেছে সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির। সর্বোচ্চ আদালত জানতে চেয়েছে, ‘যখন চেন্নাই এবং মুম্বাইয়ে করোনা টেস্টের সংখ্যা দৈনিক ১৬ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার করা হচ্ছে সেখানে দিল্লিতে এই পরীক্ষা দিনে ৭ হাজার থেকে ৫ হাজারে নেমে গেছে কেন?’ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পরেই করোনা সংক্রমণের হিসাবে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে এখনও ৩৪ হাজার ৬৮৭ জন রোগী রয়েছে এবং ১,০৮৫ জন মারা গেছে। এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করছেন, দিল্লিতে যেভাবে সংক্রমণ হচ্ছে, তাতে জুলাইয়ের মধ্যে সেখানে করোনা রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখে পৌঁছে যাবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।