Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন আনোয়ারার ভাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৪:৪১ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার ভাই হুমায়ূন কবির। শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মেয়ে রুমানা রব্বানী।

রুমানা রব্বানী বলেন, কয়েক বছর আগেই মামার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো। এছাড়াও শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গেল সপ্তাহে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলে। এরপর থেকে ল্যাবএইডে তার চিকিৎসা চলছিলো। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মামা আমাদের ছেড়ে চলে গেলেন।

তিনি এও জানান, পাঁচবোনের মধ্যে আম্মার একমাত্র ভাই ছিলেন মামা। তার মৃত্যুতে মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। সবার আমাদের জন্য দোয়া করবেন।

শনিবার রায়ের বাজারের একটি কবরস্থানে দাফন করা হবে হূমায়ূন কবিরের মরদেহ।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে পরিবারের নিয়ে থাকতেন হুমায়ূন কবির। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকলে বোন আনোয়ারাকে সর্বদাই সমর্থন করে গেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ