Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা আক্রান্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৩:৪১ পিএম

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল ও করোনা আক্রান্ত হলেন। ১২ জুন তার নমুনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেে তিনি দিন ধরে অসুস্থবোধ করছেন। সাথে ক্লান্তিভাব। এর মধ্যে গত পাঁচদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১২জুন তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আরো দুজন ডাক্তার গুরুতর অসুস্থ হয়ে আছে। এদেও একজনের শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাকে বাসায় আসোলেশনে রাখা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিয়ে রাখা হয়েছে। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ চিকিৎসক ১০১ ডিগ্রি জ্বর নিয়ে কাতরাছেন বাসায়।

জানা গেছে, করোনা শুরু থেকেই রাতদিন নানাভাবে কাজ করে আসছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল। সেবা দিতে গিয়েই প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ