Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ট্রাম্পকে নিয়ে যা বললেন বাইডেন সিয়াটলের মেয়র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তার ভয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ‘চুরি’ করার চেষ্টা করবেন এবং এমনকি হেরে গেলেও অফিস ছাড়বেন না। বাইডেনের এই মন্তব্যকে ষড়যন্ত্র তত্ত¡ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বুধবার রাতে স¤প্রচার হওয়া দ্য ডেইলি শোতে বাইডেন বলেছেন, ‘আমার গভীর উদ্বেগ হচ্ছে যে, এই প্রেসিডেন্ট নির্বাচনে চুরির চেষ্টা করবে।’ তার শঙ্কা, জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটাররা যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে।

মেতে ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত এক মন্তব্য নিয়ে ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘এই মানুষ বলেছিলেন, মেইল ইন ব্যালটে জালিয়াতি হবে।’ ট্রাম্প যদি পরের নির্বাচনে না জেতেন, তাহলে কী অফিস নাও ছাড়তে পারেন বলে মনে করছেন বাইডেন? সঞ্চালকের এমন প্রশ্নে হ্যাঁ-সূচক উত্তর দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। তবে তার বিশ্বাস, প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকএনানি বাইডেনের এই মন্তব্যকে ‘অদ্ভ‚ত’ বলেছেন। ফক্স নিউজকে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা তাদের মতো করে কাজ করতে পারে। এগুলো হচ্ছে ষড়যন্ত্র তত্ত¡।’
নিজের বাঙ্কারে ফিরে যান : ট্রাম্পকে সিয়াটলের মেয়র

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ এখনও চলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের শহর সিয়াটলে। স্থানীয়রা ব্যবস্থা না নিলে সেখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে বৃহস্পতিবার সিয়াটলের মেয়র তাকে বলেছেন, ‘আপনি নিজের বাঙ্কারে ফিরে যান।’
সিয়াটলে পুলিশমুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল ‘ক্যাপিটাল হিল’ থেকে বিক্ষোভকারীদের সরাতে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি ভালোভাবে নেননি মেয়র জেনি ডারকান। শহরের পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে সেখানে। সিয়াটলের সঙ্গে ওয়াশিংটনের মেয়রকেও একই হুমকি দেন ট্রাম্প।

বুধবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এখনই নিজের শহর থেকে বিক্ষোভকারীদের হটান। আপনারা তা না করলে আমিই করবো।’ পরের টুইটে তিনি আরও আগ্রাসী, ‘এটা কোনও খেলা নয়। এই নোংরা নৈরাজ্যবাদীদের অবশ্যই থামাতে হবে। দ্রæত করুন।’ ট্রাম্পের টুইটের জবাব দিতে বেশি দেরি করেননি মেয়র ডারকান, ‘আমাদের সবাইকে নিরাপদে থাকতে দিন। নিজের বাঙ্কারে ফিরে যান আপনি।’

ওয়াশিংটনের মেয়র জে ইনসলিও মুখ বুজে থাকেননি। তিনি লিখেছেন, ‘যে ব্যক্তি নিজের প্রশাসন চালাতে অক্ষম, ওয়াশিংটন নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়।’ গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড। মাটিতে উপুড় করে রেখে হাতকড়া পরানো অবস্থায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে রাখেন ৯ মিনিট। শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ওই হত্যাকান্ডের জের ধরে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে সিক্রেট সার্ভিস এজেন্টদের সহায়তায় বাঙ্কারে লুকান ট্রাম্প। দি গার্ডিয়ান ও সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ