Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ৩৪৪, একদিনে শনাক্ত ৪০

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৮:৩২ পিএম

গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জন।
আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, আজ খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৫৪ টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৫৮টি। পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে রয়েছে খুলনার ৪০টি ও বাগেরহাটের ১০টি, সাতক্ষীরার ১টি, বিনাইদহের ১ টি, যশোর ১ টি ও গোপালগঞ্জের ১ টি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৩০৪ টি। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়ালো ৩৪৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ