মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মোকাবেলায় ব্রাজিল সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সেখানকার স্বেচ্ছাসেবীরা। তারা রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার প্রতীকী ১০০টি কবর খুঁড়েছেন। যার মাধ্যমে তারা স্মরণ করছেন করোনা মহামারিতে মারা যাওয়া লোকদের। জানান দিচ্ছেন, করোনা মোকাবেলায় সরকারের ‘অক্ষমতা’র কথা ও মৃত্যুর ভয়াবহতা। রিও ডি পাজ গ্রুপের সদস্যরা কালো ক্রসসহ প্রতীকী কবরগুলো খনন করেন। এর আয়োজক আন্তোনিও কার্লোস কস্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট এখনো বুঝতে পারেননি যে এটি ব্রাজিলের ইতিহাসে অন্যতম একটি নাটকীয় সংকট।’ তিনি বলেন, ‘করোনা ভাইরাসে মারা যাওয়া পরিবারগুলোতে আজ শোক বইয়ে যাচ্ছে। মানুষের বেকারত্ব ওক্ষুধা বাড়ছে।’ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ব্রাজিলে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।