Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহতা জানাতে সৈকতে কবর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনা মোকাবেলায় ব্রাজিল সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সেখানকার স্বেচ্ছাসেবীরা। তারা রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার প্রতীকী ১০০টি কবর খুঁড়েছেন। যার মাধ্যমে তারা স্মরণ করছেন করোনা মহামারিতে মারা যাওয়া লোকদের। জানান দিচ্ছেন, করোনা মোকাবেলায় সরকারের ‘অক্ষমতা’র কথা ও মৃত্যুর ভয়াবহতা। রিও ডি পাজ গ্রুপের সদস্যরা কালো ক্রসসহ প্রতীকী কবরগুলো খনন করেন। এর আয়োজক আন্তোনিও কার্লোস কস্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট এখনো বুঝতে পারেননি যে এটি ব্রাজিলের ইতিহাসে অন্যতম একটি নাটকীয় সংকট।’ তিনি বলেন, ‘করোনা ভাইরাসে মারা যাওয়া পরিবারগুলোতে আজ শোক বইয়ে যাচ্ছে। মানুষের বেকারত্ব ওক্ষুধা বাড়ছে।’ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ব্রাজিলে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈকতে-কবর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ