Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাফতারের সরবরাহ লাইনের নিয়ন্ত্রণ নিল লিবিয়ার সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৬:৪৯ পিএম

লিবিয়ায় বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত মিলিশিয়াদের ব্যবহৃত একটি বড় ও গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক সমর্থিত সরকারী সেনাবাহিনী। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত গভার্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) সরকার এই ঘোষণা দিয়েছে।

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে সরকারী সেনাবাহিনী বলেছে, ‘লিবিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যবর্তী একটি মূল সরবরাহ লাইনের পুরো নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। এতদিন ধরে এটি সন্ত্রাসী হাফতার মিলিশিয়া ব্যবহার করে আসছিল।’ বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ত্রিপোলির বিরুদ্ধে আগ্রাসনে ভাড়াটে সৈন্য, অস্ত্র, গোলাবারুদ, রসদ এবং জ্বালানী সরবরাহের প্রধান লাইন হিসাবে এটি ব্যবহার করা হতো।

সেনা জানিয়েছে, সামরিক অভিযানের অগ্রগতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা এবং বেসরকারী ও সরকারী সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য জিএনএ প্রেসিডেন্ট ফয়েজ আল-সররাজ সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘মুক্ত অঞ্চল ও শহরগুলোর সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে গৃহীত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা নিয়েও বৈঠকে আলোচনা হয়।’

গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহের শেষের দিকে জিএনএ ঘোষণা করে যে, তারা জেনারেল হাফতারের অনুগত বাহিনীর কাছ থেকে ত্রিপোলি এবং সমস্ত বড় তেল ক্ষেত্রগুলো পুনরায় দখল করেছে। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত হাফতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করতে দেশটির রাজধানী দখল করার জন্য চেষ্টা করছিল। সূত্র: মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • Rehanul hoque ১৪ জুন, ২০২০, ৩:৩৪ পিএম says : 0
    right dicisieon
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়া

২২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ