Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাসিরনগরে পুলিশের এএসআই ও ২ হাসপাতাল কর্মী করোনায় আক্রান্ত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৫:২৪ পিএম

নাসিরনগরে নতুন করে আরো থানা পুলিশের এএসআই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ষ্টাফ করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এ নিয়ে নাসিরনগরে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ১ জন পুলিশের এএসআই ও হাসপাতালের দুই জন ষ্টাফের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে নাসিরনগর থানা পুলিশের এক এসআই,৫ কনষ্টেবল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখানবিদ,ইবনেসিনার এক রিপ্রেজেন্টিটিভসহ ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,নতুন করে আরো ১ জন এএসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে থানা পুলিশের এক এসআই,গাড়ি চালকসহ ৬ কনষ্টেবল আক্রান্ত হয়। এনিয়ে নাসিরনগর থানায় কর্মরত ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ