বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে একদিনে সর্বোচ্চ নতুন করে ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁঢ়িয়েছে ৬১৯জনে। নতুন এই ৩৬জনের তালিকায় রয়েছে বসুন্ধরা আদ-দীন মেডিকেল কলেজ হাসাপাতালের ছয়জন স্টাফ,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চারজন নারী স্বাস্থকর্মী, কেরানীগঞ্জ সার্কেল অফিসের একজন পুলিশ সদস্য,জিনজিরা ইউনিয়নে ঢাকা জেলা তথ্য, বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল বাসলাম মামুন(ম,ই মামুন)সহ দুইজন, কলাতিয়া ইউনিয়নে দুইজন, শাক্তা ইউনিয়নে তিনজন, তেঘরিয়া ইউনিয়নে সাতজন ও কোন্ডা ইউনিয়নে পাঁচজন রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে একদিনে সর্বোচ্চ ৩৬জনের নতুন করে করোনা শনাক্ত হওয়ায় সাধারন মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। প্রতিদিনই এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর স্যংার দিক দিয়ে কেরানীগঞ্জ এখনো উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করছে। এমনি দেশের অনেক বিভাগ রয়েছে যেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কেরানীগঞ্জ থেকে অনেক কম। কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের মধ্যে জিনজিরা ইউনিয়নটি এখন করোনা সংক্রামনের ডেঞ্জার জোনে পরিনত হয়েছে। বর্তমানে এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য ইউনিয়নের দ্বিগুনের বেশী। এখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২০৬জন যা দেশের কোন উপজেলা পর্যায়েও নাই। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জের বেশিরভাগ মানুষ এখনো সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। বেশিরভাগ মানুষ মুখে মাস্ক পড়ছেন না। তারা সামাজিক দুরুত্ব বজায় রেখে রাস্তা-ঘাটে ও যানবাহনে চলাচল করছেন না। তারা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সময়ে অনেক সচেতনতামুলক অভিযান পরিচালনা করছেন। এখনো সময় আছে মানুষ পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে এই মহামারীর সময়ে করোনার আক্রমন থেকে তারা রক্ষা পেতে পারেন। তিনি সবাইকে প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার পরামর্শ দেন এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।