Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে একদিনে ৭২ জনের দেহে করোনা শনাক্ত : মৃত ৪

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৪:১৪ পিএম

করোনা সংক্রমনের পর চাঁদপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মারা গেছেন ৪জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলার ৮টি উপজেলার বাসিন্দা রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার মোট ২৭৪টি রিপোর্ট আসে। এরমধ্যে করোনা পজেটিভ ৭২টি। এছাড়া নতুন শনাক্তকৃতদের মধ্যে ৪জন মৃত। তাদের মধ্যে চাঁদপুর সদরে ২জন ও হাজীগঞ্জ ২জন। অর্থাৎ উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

নতুন আক্রান্ত ৭২জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, (মৃত ২জনসহ) হাজীগঞ্জ ১৭জন (মৃত ২ জনসহ) হাইমচরে ৫জন, শাহরাস্তিতে ১১জন, ফরিদগঞ্জে ৪জন, মতলব দক্ষিণে ৭জন, মতলব উত্তরে ৩জন এবং কচুয়ায় ৫জন।

চাঁদপুর জেলায় শুক্রবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ২৯জন।

৩৬৫ জন করোনা আক্রান্তের মধ্যে উপজেলাওয়ারী পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ১৫৭ জন, ফরিদগঞ্জে ৪৮ জন, হাজীগঞ্জে ৪২ জন, শাহরাস্তিতে ৩৪জন, মতলব দক্ষিণে ৩০ জন, কচুয়ায় ২৩ জন, মতলব উত্তরে ১৬জন এবং হাইমচরে ১৫জন।

উপজেলাওয়ারী ২৯ জন মৃতদের পরিসংখ্যান হচ্ছে ; চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২জন এবং মতলব দক্ষিণে ১জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ