বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় দুইজন, মধুপুরে দুইজন ও ধনবাড়ীতে একজন রয়েছে। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ২৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৮৬ সুস্থ হয়েছে। বর্তমানে ৬০০টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন মৃত্যুবরণ করেছে। বর্তমানে জেলায় ২২৩৮ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানিয়েছেন, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৭ জন রোগী ভর্তি হয়। এদের ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।