বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল করোনাভাইরাস পরীক্ষায় ল্যাব স্থাপন করছে। বেসরকারি এই মেডিকেল কলেজ হাসপাতালের এটিই হবে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা পরীক্ষার ল্যাব। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বৃহস্পতিবার পিসিআর ল্যাব স্থানের কথা জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। ডা. মো. আবু সাঈদ বলেন, ল্যাব স্থাপনের কাজ শেষ পর্যায়ে। আগামী ২০ জুন থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারব বলে আশা করছি। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।