Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি হারিয়ে সিঙ্গাপুর থেকে ফিরছে কর্মীরা

১৭ প্রবাসীর লাশ দেখে স্বজনদের কান্না

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে চাকরি হারিয়ে আরো তিন দেশ থেকে পাঁচ শতাধিক কর্মী দেশে ফিরছে। বুধবার গভীর রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ ফ্লাইট যোগে চাকরি হারিয়ে শতাধিক প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। একই ফ্লাইটে করোনায় আটকে পড়া আরো দেড় শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটিতে প্রায় দু’লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রতি মাসে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। দেশটির কিছু কিছু প্রজেক্টে কাজ না থাকায় কেউ কেউ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। সিঙ্গাপুর থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।

এছাড়া, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কাতারের দোহা থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইট যোগে ৪০৭ জন প্রবাসী কর্মী চাকরি হারিয়ে খালি হাতে দেশে ফিরেছেন। দুবাই থেকে আরো একটি ফ্লাইট যোগে বাংলাদেশি প্রবাসী কর্মীর দেশে ফেরার কথা। বুধবার গভীর রাতে মালয়েশিয়া থেকে একটি বিশেষ ফ্লাইট (এম এস-১৯৬) যোগে ১৭ জন রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে পৌঁছেছে। বিমান বন্দরে এসব লাশের কফিন দেখে অপেক্ষমান আতœীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে দীর্ঘ দিন যাবত আরো বেশ কিছু প্রবাসী কর্মীর লাশ পড়ে রয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের চরম উদাসীনতার দরুণ এসব প্রবাসীর লাশ দেশে আনতে অহেতুক বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ উঠছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।

এদিকে, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ যাবত দেশটিতে মোট ৩৮ হাজার ৯৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৫১ জন আক্রান্ত হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ জন। আইসোলেশনে রয়েছে ১২ হাজার ১৮৫ জন। করোনায় আক্রান্ত ২৬ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্তদের বেশির ভাগই অভিবাসী কর্মী। দেশটির ডরমিটরিগুলোতে গাদাগাদি করে বসবাস করায় অভিবাসী কর্মীরাই আক্রান্তের শিকার হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের অভিবাসী কর্মীদের ডরমিটরি থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর গ্রামের প্রবাসী কর্মী আমিনুল ইসলাম তুহিন জানান, প্রাণঘাতী করোনা সংক্রমণ শুরু হওয়ায় গত ৭ এপ্রিল দেশটিতে লকডাউন শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি উন্নতি হতে শুরু করায় দেশটির সরকার গত ১ জুন থেকে লকডাউট প্রত্যাহার করে। প্রবাসী তুহিন বলেন, দেশটির ৪০টি ডরমিটরির অভিবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। যারা ভাইরাসমুক্ত তাদেরকে পর্যায়ক্রমের কাজে যোগদানের উদ্যোগ নিচ্ছে সরকার। যেসব প্রজেক্টের কাজ নেই সেসব কোম্পানীর কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সিঙ্গাপুর সরকার লাখ লাখ অভিবাসী কর্মীদের তিন বেলাই ডরমিটরিতে পর্যাপ্ত খাবার সরবরাহ করছে। খাবারের সাথে বিভিন্ন ফল, পানীয় এবং জীবাণুনশক দ্রব্যাদি স্যানেটাইজারও দেয়া হচ্ছে।

বিএমইটির সূত্র জানায়, ১৯৭৮ সাল থেকে গত ফেব্রæয়ারি পর্যন্ত দেশটিতে ৭ লাখ ৮৮ হাজার ৭৭৯ জন বাংলাদেশি কর্মী চাকরি লাভ করেছে। অন্যান্য দেশের তুলনায় দেশটিতে কঠোর পরিশ্রম করে প্রবাসীরা প্রচুর অর্থ আয় করেন। গত জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে দেশটি থেকে প্রবাসী কর্মীরা ৭৯ দশমিন ৯৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছে।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • H M Mizan ১২ জুন, ২০২০, ১:২৯ এএম says : 0
    এরা সিংগাপুর থাকবে কেন, আমরা কি তাদের চেয়ে কম না কি?
    Total Reply(0) Reply
  • Mahamudul Hasan Arif ১২ জুন, ২০২০, ১:৩০ এএম says : 0
    টেনশন,,,দেশ থিকে অনেক টাকা লোন করে বিদেশ যায় সেখানে গিয়ে কাজকর্ম পায় না তখন মানসিক চাপে পড়ে যায় তার পর হ্রদরোগ আক্রান্ত হয়।
    Total Reply(0) Reply
  • Sohel Ahmed ১২ জুন, ২০২০, ১:৩০ এএম says : 0
    প্রবাশিদের মূল্য কেউ দেয়না বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত অত্যাচারের শিকার হতে হয়!! ছুটি থেকে আসার সময় এয়ারপোর্ট এ অনেক রখম হয়রানী শুরু করে যেমন ছুটির কাগজে ভুল আছে আপনার পুরান পাসপোর্ট ছাড়া যেতেপারবেন না, ওয়েট করেন, এই সময় সাহায্য কারী একজন এসে বলবে ভাই স্যার কে কিছু দিয়াদেন তখন পকেটে য়া থাকবে সব ওরা নিয়া যাবে, ওরা একটু ও ভাবেনা এর জন্য এই লোকটা হয়তো দু দীন না খেয়ে থাকবে!!
    Total Reply(0) Reply
  • Ripon Roy Rem ১২ জুন, ২০২০, ১:৩১ এএম says : 0
    সরকারি ভাবে আগে ব্যবস্থা নিতে হবে।তার পরে কিছুটা হলেও শ্রমিক মূত্যুর হার থেকে বাঁচবে।
    Total Reply(0) Reply
  • Rafiqul Islam ১২ জুন, ২০২০, ১:৩১ এএম says : 0
    Too much to accept! Need to protect our people out of home working for the nation...
    Total Reply(0) Reply
  • জহুরা আকসা ১২ জুন, ২০২০, ১:৩১ এএম says : 0
    যে প্রবাসীদের টাকায় দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো , সেই প্রবাসীরা প্রবাসে ভালো নেই । না বাংলাদেশ আছে বিদেশ ফেরৎ প্রবাসীদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ