Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনার ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৯:৪৯ পিএম

খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আরও ৩৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলা ও মাহনগরীর ৩৫জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহের দুইজন, সাতক্ষীরা ও মাগুরার একজন করে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা জেলা ও মহানগরীতে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বুধবার জেলা ও মহানগরীতে ৩১ জন রোগী শনাক্ত হন। ওইদিন খুলনা জেলার নমুনা ছিল ১৬৩টি। আর বৃহস্পতিবার নমুনা ছিল ১৬৮টি। প্রতিনিয়ত খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৬৮টি। এদের মধ্যে মোট ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩৫ জনই খুলনার। বাকিরা ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাগুরার জেলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ