বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের বাজেট করোনা পরিস্থিতি ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবমুখী দলিল। তিনি গতকাল বৃহস্পতিবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। তিনি বলেন, সরকারের অতীতের অর্জন এবং উদ্ভুত পরিস্থিতির সমন্বয়ে প্রণীত বাজেট গতানুগতিক ধারার বাইরে এবং কোনভাবেই উচ্চাভিলাষী নয়।
তিনি বলেন, বাস্তব কারণে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্যখাত। এরপর কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও প্রযুক্তি এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেয়া হয়েছে। সমৃদ্ধ আগামীর পথে অগ্রযাত্রার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জন-আকাক্সক্ষার প্রতিফলন অনুযায়ী সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা-ই হলো এই বাজেটের মূল মর্ম-চেতনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।