বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর আইসেলোশনে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টায় তার মৃত্যু হয়।
জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নুরুল আমিন হাজীগঞ্জ বাজারের রজনীগন্ধা মার্কেটের দোকানে কর্মচারী ছিলেন।সে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ২নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা মো.বিল্লাল হোসেন জানান, নুরুল আমিন গত দু’বছর যাবত অসুস্থ ছিলেন। ইদানীং অসুস্থতার মাত্রা বেড়ে গেছে। তার দু’টি কিডনী ডেমেজ। বুধবার রাতে প্রচণ্ড জ্বর নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
জানা গেছে, নুরুল আমিনের বাবা সিদ্দিকুর রহমানও গুরুতর অসুস্থ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।