নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সময় বাকি আর মাত্র ৯ দিন। এরপরই শুরু হবে রিও ডি জেনিরো অলিম্পিক গেমস। তবে গেমস উদ্বোধনের আগেই গতকাল উদ্বোধন হয়ে গেল রিও অলিম্পিকের গেমস ভিলেজের। কিন্তু উদ্বোধন হতে না হতেই রিও জড়িয়ে পড়ল বিতর্কে। এবারের কেন্দ্রে অস্ট্রেলিয়া কন্টিনজেন্ট। যে দলটি ২১ জুলাই রিও পৌঁছলেও অলিম্পিক ভিলেজে থাকছিল না। তার বদলে আশপাশের বিভিন্ন হোটেলে উঠেছিল দেশটির অ্যাথলেটরা। ভিলেজের অব্যবস্থাপনায় অখুশি ছিলেন তারা। ঠিক ছিল, দলের মূল প্রতিনিধি আজ ভিলেজের ব্যবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়ার কন্টিনজেন্ট প্রধান কিটি চিলার বলেন, ‘অলিম্পিক ভিলেজ বয়কট করছে অস্ট্রেলিয়া। কারণ রিও ভিলেজ নিরাপদ নয়, প্রস্তুতও নয়। অস্ট্রেলীয় অ্যাথলেটদের মূল সমস্যা টয়লেটে পর্যাপ্ত পানির অভাব, পাইপ থেকে পানি পড়া, ইলেকট্রিক তার বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা, সিঁড়িতে আলোর অভাব এবং নোংরা মেঝে।’ কিটি আরো জানিয়েছেন, নিউজিল্যান্ড ও ব্রিটেনের দলও একই সমস্যায় ভুগছে। ভিলেজের সমস্যার সমাধান করতে এবং কম্পাউন্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এক হাজার ক্লিনারসহ বাড়তি মেইনটেনেন্স স্টাফ নিয়োগ করা হয়েছে। তবু সমস্যা মেটেনি বলে দাবি কিটির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।