Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ কোটি টাকার বিপিএলের এই দশা!

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিপিএলের শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে যেমন সমন্বয় ছিল না, ঠিক তেমনি প্রেসবক্সে এখনও কাজের পরিবেশ মিলছে না। ঢাকা ও চট্টগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য কার্ড ইস্যু হয়েছে অনেক। কিন্তু তারা ম্যাচ কাভার করতে এসে বসবে কোথায় তা ঠিক করতে পারেনি আয়োজকরা। সিজেকেএসের সংবাদ সম্মেলন কক্ষেই গাদাগাদি করে টিভি চ্যানেলের ক্যামেরাম্যান ও রিপোর্টারদের বসার ব্যবস্থা করা হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবনের ছাদের ওপর ফুটবল ম্যাচ কাভারের জন্য প্রেস বক্স থাকলেও তাতে বসে কাজ করার কোন পরিবেশ নেই। ওই প্রেস বক্সে কয়েকটি চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। তাছাড়া প্রেস বক্সের জন্য টিভি দেয়া হলেও স্যাটেলাইট সংযোগ না থাকায় টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছে না কেউ। এরমধ্যে স্থানীয় সাংবাদিকরা আয়োজকদের ওই অস্থায়ী প্রেস বক্সেও বসার সুযোগ পাচ্ছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ কোটি টাকার বিপিএলের এই দশা!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ