বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৩১ জন রয়েছেন। এছাড়া যশোরের সাতজন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও নড়াইলের একজন করে রয়েছেন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনার ল্যাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) একদিনে সর্বোচ্চ ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন খুলনা জেলার রোগী ছিলেন ৩০ জন। আক্রান্তের দিক থেকেও খুলনা জেলায় এটি সর্বোচ্চ। আাজ বুধবার জেলায় ৩১ জন রোগী শনাক্ত হয়েছে। এতে করে খুলনাবাসীর জন্য শঙ্কা বেড়েই চলেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৩টি। এদের মধ্যে মোট ৪৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩১ জনই খুলনার। বাকিরা যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও নড়াইল জেলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।