বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উত্তপ্ত হয়ে উঠেছে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর চর। বিবাহ বিচ্ছেদ আর ফেসবুকে লেখাকে কেন্দ্র করে গত এক মাসে রাজরাজেশ্বর ইউনিয়নে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা এবং লুটপাট ও খুনের ঘটনা ঘটেছে।
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড় রাজরাজেশ্বর ইউনিয়নের ল²ীরচর ও শিলারচরের গাজী বাড়ি এবং বকাউল বাড়ির লোকজনের মধ্য এই সংঘর্ষ হয়। হত্যাকাÐের মধ্য দিয়ে সংঘর্ষ থেমে গেলেও নতুন পন্থায় শুরু হয়েছে প্রতিশোধ নেয়ার চেষ্টা। হত্যাকাÐের ঘটনা পুঁজি করে চলছে ডাকাতি আর লুটপাট। এখন পর্যন্ত অসহায় চরাঞ্চলবাসীর প্রায় ২০০ গরু-ছাগল লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। দুটি গ্রামের অসহায় নারীদের নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী বলেন, গত ১ মাস ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ বিরাজ করছে। বহুবার উদ্যোগ নিয়েছি। কিন্তু কেউ কথা শুনছেন না। ইতিমধ্যে এক পক্ষের একজনের মৃত্যু এবং অপরপক্ষের একজন মৃত্যু শয্যায়।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, রাজরাজেশ্বর চরে মারামারির ঘটনায় মামলা হয়েছে। গরু ডাকাতির ঘটনাও জেনেছি। পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।