Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে বদলে দেবে : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৩ এএম

যুক্তরাষ্ট্রে পুলিশী হেফাজতে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে ওই অনুষ্ঠানে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী জো বাইডেন। হিউস্টনের ফাউন্টেইন অব প্রেইজ চার্চে বহু মানুষ জর্জের শেষকৃত্যে বাইডেনের বক্তব্য শোনেন। ডেমোক্রেট দলের এ রাজনীতিবিদ বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে ইতিবাচকভাবে বদলে দেবে। এর আগে গত সোমবার টেক্সাসের হিউস্টনে জর্জের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে ২০ ডলারের জাল নোট দিয়ে পণ্য ক্রয়ের অভিযোগে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যা করে জর্জকে। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জর্জ-ফ্লয়েড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ