Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাদাখ থেকে সেনা প্রত্যাহার শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৩ এএম

লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনার পারদ কিছুটা নামতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথমবার বৈঠক হয়েছে। ফের আলোচনার কথা রয়েছে। এর মধ্যেই লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে দুই দেশই। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যানগং লেক সীমান্ত বাদে বাকি এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে চীন। ভারতও সেটাই করবে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান চান তারা। দু’দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা যথেষ্ট ফলপ্রস‚ হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত শনিবারের বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চীনের পক্ষে ছিলেন মেজর জেনারেল লিউ লিন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠক সফল হয়েছে। ভারত ও চীন উভয়ই সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর শান্তি বজায় রাখতে কাজ করছে দুই দেশই। ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে সমস্যাটা বেশ পুরনো। এনডিটিভি, দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ