Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় না’গঞ্জে মৃত্যু ৩, মোট মৃত্যু ৯৩ : আক্রান্ত ৩৭৭১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৪:৩৯ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৩। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬ জন। মোট আক্রান্ত ৩ হাজার ৭শত ৭১ জন। ১০জুন (বুধবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল ৯জুন (মঙ্গলবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৭০৫। মোট সুস্থ ১০৮০জন। মোট মৃত্যু ৯০।
আজ বুধবার (১০ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (৯জুন সকাল ৮টা হতে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৬৬জন, মোট আক্রান্ত ৩৭৭১জন। নতুন কোন সুস্থের তথ্যও নেই, মোট সুস্থ ১০৮০ জন। আরও ৩জনসহ, মোট মৃত্যু ৯৩জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৪, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৯৩জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩২৪, বন্দর উপজেলায় ১১২, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১৩৭৪, রূপগঞ্জ উপজেলায় ৬২৩, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০১৮ ও সোনারগাঁও উপজেলায় ৩২০ জন। পুরো জেলায় ৩৭৭১ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ২১, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৬০০, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৬৫ ও সোনারগাঁও উপজেলায় ৩২ জন। পুরো জেলায় ১০৮০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ