Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় করোনায় আক্রান্তে আরও এক জনের মৃত্যু

মৃতের সংখ্যা ৩ জন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ২:৪৭ পিএম

নওগাঁয় নতুন করে করোনা ভাইরাসে মোস্তাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন ৩ জন। মোস্তাফিজুর রহমান শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার বাসিন্দা। এছাড়াও নতুন করে আরও ৩ জন ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯৯ জন। আজ বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান ঢাকায় মগবাজারে ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। শরীরে জ¦রও গলাব্যাথাসহ করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন নওগাঁয় বাসায় আসেন। করোনার নমুনা হাসপাতালে দিয়ে তার বাসাতেই কোয়ারাইনটেনে ছিলেন। গত ৮ তারিখে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে। নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। মঙ্গলবার বিকেলে চিকিতসাধীন অবস্থায় মারা যায়। আজ রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসন কেন্দ্রীয় কবর স্থানে ইসলামিক ফাউন্ডেশানের মাধ্যমে সরকারী ভাবে দাফন করা হয়। এদিকে ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কয়েকজন অফিসারের করোনা হওয়ায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা এবং আক্রান্ত কর্মকর্তাদের বাসভবন লকডাউন ঘোষনা করেছে করেছে জেলা প্রশাসন। এ পর্যন্ত সর্বমােট কোয়ারেনটাইনে নেয়া হয় ৮ হাজার ৬১১ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ৩০৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩০৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ