Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার সাংবাদিক তারিক, এডিসিসহ জেলায় ১৫ জন করোনা আক্রান্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৯:৩০ এএম

মঙ্গলবার কুষ্টিয়া জেলায় আরো ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন। এদের মধ্যে নবাগত এডিসিসহ জেলা প্রশাসনের তিনজন করোনা সনাক্ত হয়েছেন। এদিকে জেলা প্রশাসক মো, আসলাম হোসেন আজ দ্বিতীয়বারের মত করোনা টেষ্ট করাবেন বলে জানা গেছে। এছাড়া প্রথমবারের মত জেলায় একজন সাংবাদিকের পজিটিভ পাওয়া গেছে। তিনি হলেন কালের কন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি তারিকুল হক তারিক।

মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসি ল্যাবে সর্বোচ্চ সংখ্যক ৩৬০টি স্যাম্পলের টেষ্ট করানো হয় এতে বিলম্বে গতকাল রাত সাড়ে ৯টায় করোনা টেষ্টের ফলাফল প্রকাশ করা হয়। জেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে জানা যায়- কুষ্টিয়া ২০০জন, চুয়াডাঙ্গা ৬৬ জন, মেহেরপুর ৫২জন, ও ঝিনাইদহের ৪২জনের করোনা টেষ্ট করানো হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯জন, মিরপুর উপজেলা ২ জন, খোকসা ২ জন এবং কুমারখালীতে ২জন করোনা আক্রান্ত হয়েছে। সদর উপজেলার ৯জনের মধ্যে রয়েছে কোর্টপাড়া, মজমপুর, কমলাপুর, খাজানগরের জন ও জেলা প্রশাসনের তিনজন ব্যক্তি রয়েছেন। মিরপুর উপজেলার আক্রান্ত ২জন পোড়াদহ এলাকার, কুমারখালী উপজেলার আক্রান্ত ২জনের একজন নন্দলালপুর, আরেকজন পৌর এলাকায়। খোকসা উপজেলার আক্রান্ত ২জনের একজন জানিপুর অপরজন খোকসা। কুষ্টিয়া জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে- জেলা প্রশাসনের ৩ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন নবাগত একজন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের বাসভবনের বাবুর্চি ও একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের স্বামী যিনি ব্যাংকার। এদিকে জেলায় প্রথম সাংবাদিক হিসেবে কালেকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি তারিকুল হক তারিক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সোমবার টেষ্ট দিয়েছিলেন। তারিক বর্তমানে কোর্টপড়ার গোশালা রোডের বাসায় অবস্থান করছেন। সে শরীরে জ¦র ও সর্দি কাশিতে ভুগছেন। করোনা আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহন করছেন। আজ বুধবার তিনি দ্বিতীয়বারের মত করোনা টেষ্ট করাবেন বলে জানা গেছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যবহারের প্রতি আন্তরিক হওয়ার আহবান জানানোর পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে সকলকে সতর্ক এবং সামাজিক দুরত্ব মানার আহবান জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ