Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার উপসর্গে হাজীগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৯:২৩ এএম

করোনাভাইরাস আক্রান্ত কিনা তার জানার সুযোগ হচ্ছে না অনেক মানুষের। কুমিল্লায় কিট সংকটে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা।
এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তাদের মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে সেখানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।
করোনার উপসর্গে মৃতরা হলেন- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), একই দিন তার স্ত্রী (৫৫), কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্ররামের সুনিল চন্দ্র দেবনাথ (৫৫), পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরার বিলওয়াই সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী (৪০)। এর মধ্যে সাগর কজী ঢাকায় মৃত্যুবরণ করেন। তারা জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
এ নিয়ে উপজেলায় নিয়ে ৩১জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন এবং হাসপাতালের স্যানিটারি অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ