Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৯:০৩ পিএম

গত চব্বিশ ঘন্টায় খুলনায় আরও ২৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়াও একই দিন নমুনা পরীক্ষায় বাগেরহাটে তিন জন, মাগুরায় দুই জন ও পিরোজপুরে একজন নতুন করে আক্রান্ত ধরা পড়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার পিসিআর ল্যাবে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনার মধ্যে ৩১ জনের পজেটিভ ধরা পড়েছে। যার ২৫ জনই খুলনার। আর খুলনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪৭টি।
সূত্র জানায়, বয়রা শ্মশানঘাট এলাকায় এক যুবক (৩২), ১১/১ মিস্ত্রীপাড়ার এক বৃদ্ধ (৬৫), রূপসার রাজাপুর গ্রামের এক বৃদ্ধা (৭০), ওজোপাডিকোতে কর্মরত একজন (৫৭), ১৫৬ সোনাডাঙ্গায় একজন পুরুষ (৬০), সোনাডাঙ্গা আ/এ একজন পুরুষ (৫৪), খুলনা মেডিকেল কলেজে কর্মরত একজন (৪৫), রোকন উদ্দিন সড়ক মিস্ত্রীপাড়ার একযুবক (৪৪), ১২ ফারাজীপাড়া লেনের একবৃদ্ধ (৬৫), ১৫ সোলাইমান নগরের এক যুবক (৪০), গাজী মেডিকেল কলেজে কর্মরত দুই নারী, ৪৭ সিদ্দিকিয়া মহল্লার এক পুরুষ (৫৭), আরআরএফ’র এক সদস্য (৪৪), শেরেবাংলা রোডের এক নারী (২৪), ৬ আব্দুল সড়ক শেখপাড়ার এক যুবক (২৯), ৪৭ খালিশপুর হাউজিং এস্টেট’র এক যুবক (২৭), খানজাহান আলী সড়কের এক নারী (৫০), সোনাডাঙ্গা ময়লাপোতার এক জন পুরুষ (৫৮), সোনাডাঙ্গা আবাসিক এলাকার এক নারী (৫৪), রায়েরমহল এলাকার এক বৃদ্ধ (৬৫), ঠিকানা প্রকাশ করেননি এক নারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ