Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ১৬ পরিবার লকডাউন, নতুন করে আক্রান্ত একজনসহ চিকিৎসাধীন করোনা রোগী দুইজন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৭:১২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ১৬ পরিবারের ৭৬ জনকে লকডাউন করা হয়েছে। চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন দুইজন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ জন।
মঙ্গলবার(৯ জুন)বিকেলে এ তথ্য দেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। তিনি জানান,এ পর্যন্ত উপজেলায় পর্যায়ক্রমে ৬১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের মধ্যে করোনার কোন লক্ষণ না থাকায় পর্যায়ক্রমে হোম কোয়ারেন্টাইন মুক্ত করা হয়। বর্তমানে ৫১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ডাক্তার আশরাফুজ্জামান সরকার আরো জানান,এ পর্যন্ত ১৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১১৩ জনের রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে মোট ১০৮ জনের নেগেটিভ এবং ৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। করোনা পজেটিভ ৫ জনের মধ্যে ঢাকা ফেরত এক নারী কয়েকদিন আগে মারা যায়। জীবিত রয়েছেন ৪ জন। এদের মধ্যে দুইজন করোনা জয়ী হয়। বর্তমানে করোনা পজেটিভ দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ দুইজনের মধ্যে গত সোমবার(৮ জুন)উপজেলার তারাপুর গ্রামের নারায়ন চন্দ্র (৬০) নামে একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে নারায়নের বাড়িসহ তার সংস্পর্শে থাকা পাশাপাশি ১৬ টি বাড়ি লকডাউন করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ ১৬ বাড়ির সদস্য সংখ্যা ৭৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ