Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকটাক কথা বলতে পারছেন সিএমএইচ-এ চিকিৎসাধীন সিসিক সাবেক মেয়র কামরান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৬:৪৪ পিএম

এখন ইশারা, ইঙ্গিতে নয়, টুকটাক কথা বলতে প্রাছেন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। আজ দুপুরে খাবার গ্রহনকালে ছোট ভাই এনাম আহমদকে বলেন, আমার বমি বমি ভাব কমেছে, ভালোবোধ করছি, দোয়া করো আমার জন্য। তার ছ্টো ভাই এনাম ঢাকা চিকিৎসা নেয়া কামরানের সাথে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহীনির এয়ার এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ঢাকায়সিএমএইচ-এ। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে কামরানকে । সোমবার প্রথম প্লাজমা দেয়া হয়েছে তাকে। এরপর থেকে তার শারীরিক অবস্থা এখন উন্নতির পথে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের সরবরাহকৃত খাবারও খেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ